

মোঃ হোসেন (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-৪ সীতাকুন্ড ও আকবর শাহ-পাহাড়তলী (আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর সাথে মতবিনিময় করেছে সীতাকুন্ড উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।রোববার (২৮ ডিসেম্বর) ফৌজদারহাট এলাকায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে আসলাম চৌধুরী বলেন, যুবদল ও স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রাণ ভোমরা হিসেবে বিবেচিত। তারেক রহমানের নতুন বাংলাদেশ ভাবনার কর্মযজ্ঞের বৃহদাংশ তরুণদের ঘিরেই আবর্তিত। ৩১ দফার আলোকে আট কর্মসূচী বাস্তবায়নে তরুণ যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।তিনি বলেন, নির্বাচনে ভোটারদের মন জয় করতে হলে বিনয়ী ও সৎচরিত্রবান তারুণ্য যুব সমাজকে জনগনের দোড়গোড়ায় যেতে হবে। সেজন্য যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে ইমেজ বিল্ডআপ করতে হবে।
এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বিএনপি আহবায়ক, ডাক্তার কমল কদর,বিএনপি সদস্য জহুরুল আলম জহুর, মো: মোরছালিন,আওরঙ্গজেব মোস্তফা, ইসমাইল হোসেন, জাহিদুল হাসান, সোলায়মান রাজ, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর,আসলাম উদ্দিন, যুবদলের ফজলুল করিম চৌধুরী, শাহাবুদ্দিন রাজু, রোকনউদ্দিন মেম্বার,হেলাল উদ্দিন, লোকমান হোসেন রকিব,লিয়াকত চৌধুরী, মিজানুর রহমান রাজু, মো: ইব্রাহিম, মঞ্জুর প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭