

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শহরের কেন্দ্রীয় সড়কে নারীদের উদ্যোগে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে বিভিন্ন গ্রাম ও মহল্লা থেকে শতাধিক নারী ব্যানার ও ফেস্টুন হাতে এসে সমাবেশস্থলে জড়ো হন। পরে তারা সড়ক প্রদক্ষিণ করে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানিয়ে নিজেদের দাবি তুলে ধরেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঘোষিত প্রার্থী স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন এবং তৃণমূলের মতামত পুরোপুরি উপেক্ষিত হয়েছে। বক্তাদের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের পাশে থাকা কর্মী–সমর্থকদের মূল্যায়ন না করলে দলীয় ঐক্য ক্ষতিগ্রস্ত হবে এবং আসন্ন নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে।
এক অংশগ্রহণকারী নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা মাঠে যে নেতার সঙ্গে কাজ করি, জনগণও তাকেই চেনে। কিন্তু তার পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দিলে নেতৃত্বে অস্থিরতা তৈরি হবে। দলকে শক্তিশালী রাখতে সঠিক সিদ্ধান্ত প্রয়োজন।”
বক্তারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখাই সবচেয়ে জরুরি। তাই মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূলের মতামত বিবেচনায় নেওয়া উচিত।প্রায় এক ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণ এ কর্মসূচি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, তৃণমূলের ইচ্ছার প্রতিফলন ঘটাতে তারা প্রয়োজনে ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখবেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭