ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশের জাতীয় দৈনিক ভোরের খবর পত্রিকায় বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর “ঝিনাইদহে সড়কের পাশে বালুর ব্যবসা, দুর্ভোগে স্থানীয়রা” শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্ট প্রশাসন, উক্ত সংবাদে বায়ুদূষণ বিধিমালা ২০২২ লঙ্ঘন করে শহরে যত্রতত্র বালুর ব্যবসা ও ভবন নির্মাণ সামগ্রী খোলা জায়গায় রেখে বায়ুদূষণ করা হচ্ছে মর্মে তুলে ধরা হয়, আজ ১৯ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ পৌর এলাকায় অভিযান পরিচালনা করে,
অভিযানে মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন।সিনিয়র সহকারী কমিশনার, আহমেদ সাদাত,প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান এবং দপ্তরের হিসাবরক্ষক আকরাম হোসেন ও নমুনা সংগ্রহকারী জনাব কামরুজ্জামান মোবাইল কোর্টে সহায়তা করেন।
এ সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর সংশ্লিষ্ট ধারা লংঘণের দায়ে ঝিনাইদহ পৌর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জনসাধারণের চলাচলের রাস্তা সংলগ্ন স্থানে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী (বালি, ইট, সিমেন্ট) রাখার অপরাধে ০২ (দুই) জনকে মোট ৭,০০০/-(সাত হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং খোলা অবস্থায় রাখা নির্মাণ সামগ্রী (বালি, সিমেন্ট) রাস্তা থেকে ১০ ফুট দুরুত্বে রেখে ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়।
উপস্থিত জনতার মধ্যে নির্মাণ সামগ্রী (বালি, ইট, সিমেন্ট) এর মাধ্যমে বায়ুদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতন করা হয়। এছাড়া পৌর এলাকায় নির্মাণ সামগ্রী রাখার ক্ষেত্রে রাস্তা থেকে অন্তত ১০ ফুট দূরুত্বে রাখা এবং এসব নির্মাণ সামগ্রী ঢেকে রাখার ব্যাপারে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়। জেলা পুলিশ সদস্যবৃন্দ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

