ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান


ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সংবর্ধনাস্থলে পৌঁছান তিনি।এর আগে, এদিন বেলা ১১ টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২ টা ৪০ মিনিটের দিকে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশে রওয়ানা দেন তিনি।

অনুষ্ঠানে তারেক দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।এরপর সেখান থেকে রাজধানীর এভারেকয়ার হাসপাতালে যাবেন তিনি। সেখানে চিকিৎসারত মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। তারপর সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে গুলশান-২ এ নিজ বাসভবনে যাবেন তারেক রহমান। এদিন আর অন্যকোনো অনুষ্ঠানে যোগ দেবেন না তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।