

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের নাগপাড়া গ্রামে রান্নাঘরের একটি চুলা মুহূর্তেই রূপ নেয় ভয়াবহ অগ্নিকাণ্ডে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়ে মাত্র পঞ্চাশ মিনিটের ব্যবধানে একটি বসতঘর, একটি রান্নাঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারটির কর্তা মো. বাবুল (৫২), মৃত জমির শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রান্নার সময় চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং খড়, বাঁশ ও কাঠের তৈরি ঘরগুলোতে দ্রুত আগুন লেগে যায়। গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী ও গোয়ালঘরের জিনিসপত্র পুড়ে গিয়ে আনুমানিক এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর শৈলকূপা আর্মি ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করেন। সৌভাগ্যক্রমে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বাড়তি সতর্কতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭