

আবু সাঈদ রনি (শৈলকুপা) উপজেলা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার থানা রোডে অবস্থিত ভাই ভাই জুয়েলার্স (প্রো: উজ্জ্বল সরকার)–এ ঘটেছে এক দুর্ধর্ষ চুরি। গভীর রাতে পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চক্রটি দোকানের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশ করে। অভিযোগ রয়েছে—দোকান সংলগ্ন নৈশ প্রহরীকে প্রথমে বেঁধে অচল করে ফেলার পরই চোরচক্র তাদের অপকর্ম শুরু করে।
রাত ৪টা ৩ মিনিটের দিকে সংঘটিত এ চুরিতে দোকান থেকে প্রায় ১৫ ভরি স্বর্ণ ও ৭০–৮০ ভরি রৌপ্য উধাও হয়ে গেছে। যার বাজারমূল্য প্রায় ৩৩ লাখ টাকা বলে জানিয়েছেন দোকানের মালিক উজ্জ্বল সরকার। ঘটনাস্থল এলাকায় থাকা সিসিটিভি ফুটেজে কালো রঙের একটি টয়োটা হাইস মাইক্রোবাস ঘোরাফেরা করতে দেখা গেছে, যা চুরির সঙ্গে জড়িত বলে পুলিশ ধারণা করছে।
চুরির খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে। ইতোমধ্যেই ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং বাজারের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে পুরো বাজারজুড়ে চরম আতঙ্ক, ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, প্রহরীকে বেঁধে রেখে এমন বেপরোয়া চুরি সাম্প্রতিক সময়ে এই এলাকায় নজিরবিহীন। পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং চুরি হওয়া স্বর্ণ–রৌপ্য উদ্ধারে আশ্বাস দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭