

স্টাফ রিপোর্টার: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে এখনো ইতিবাচক কোনো সাড়া পায়নি বাংলাদেশ। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
তৌহিদ হোসেন বলেন, ‘আমরা চাইছি সাজাপ্রাপ্ত এবং সর্বোচ্চ আদালতের রায়ের ভিত্তিতে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানো হোক। তবে এ বিষয়ে এখনো কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিষয়টি সময়সাপেক্ষ—একদিনে বা সপ্তাহখানেকের মধ্যে সমাধান আশা করা ঠিক নয়।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা প্রসঙ্গে তিনি জানান, ‘আজকে তিনি লন্ডনে যাচ্ছেন না। বিমানটির কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে যাত্রায় এক-দু’দিন দেরি হতে পারে।’ তবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই বলে জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের আগামী ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের হাতে সময় কম। আশা করি নির্বাচনের প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হবে এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছেই দায়িত্ব হস্তান্তর করা যাবে। গত এক-দেড় বছরে আমরা চেষ্টা করেছি এমন একটি দিকনির্দেশনা তৈরির, যা ভবিষ্যৎ সরকারকে সহায়তা করবে।’
সংস্কার কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘অনেকেই ভেবেছিলেন সব সংস্কার আমরা শেষ করে দেব। কিন্তু এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। আমরা কাজ শুরু করেছি—এর পরের অংশ ভবিষ্যৎ সরকারের জন্য পথনির্দেশক হিসেবে থাকবে।’চার দিনের সফরে অংশ নিতে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর সার্কিট হাউসে পৌঁছান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭