স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। টানা কয়েক ঘণ্টার চেষ্টার পর বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শিশুটিকে উঠিয়ে আনতে সক্ষম হয় উদ্ধারকারী দল। বর্তমানে তাকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটে বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে, যখন বাড়ির পাশের একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে হঠাৎ পড়ে যায় শিশু সাজিদ। ঘটনার পর স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও গর্তের গভীরতা ও সংকীর্ণতার কারণে তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের বিশেষায়িত রেসকিউ টিম এসে পরিস্থিতি মূল্যায়ন করে ধাপে ধাপে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধারকাজে অংশ নেওয়া সদস্যদের একজন জানান, নিচে বাতাস সরবরাহ, ক্যামেরা পাঠানো এবং মাটির ধস ঠেকাতে পাশ ঘেঁষে সুরক্ষা ব্যারিয়ার তৈরি—এসব কাজ খুব সতর্কতার সঙ্গে করা হয়। শিশুটির অবস্থান নির্ণয়ের পর বিশেষ রেসকিউ টিউব ও দড়ির সাহায্যে তাকে টেনে তোলা হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো উদ্ধার অভিযান তদারকি করেন। তিনি নিশ্চিত করেছেন যে শিশুটি জীবিত আছে এবং দ্রুত চিকিৎসা পেলে শঙ্কামুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্থানীয় জনসাধারণও উদ্ধারকালে চারপাশে ভিড় করে শিশুটির সুস্থতা কামনা করেন।
এ ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফিরেছে এবং পরিত্যক্ত নলকূপগুলো দ্রুত শনাক্ত করে নিরাপদ করার দাবি উঠেছে স্থানীয়দের মাঝে।

