

স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে খুব শিগগিরই তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য পর্যবেক্ষণ করে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে তিনি দ্রুতই দেশে ফিরবেন।’ এর আগে দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, তারেক রহমান দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনও কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি। তিনি বলেন, ট্রাভেল পাস চাইলে তা দ্রুতই ইস্যু করা হবে এবং দেশে ফেরার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
একই সঙ্গে উপদেষ্টা জানান, খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে চাইলে সরকার সহায়তা করতে প্রস্তুত। তবে সিদ্ধান্ত নেবে পরিবার ও দল। আওয়ামী লীগ সরকারের আমলে দুটি মামলায় দণ্ডিত হয়ে দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর ২০২0 সালের ২৫ মার্চ নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। নিয়মিত আবেদন অনুযায়ী প্রতি ছয় মাস পরপর তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল, তবে বিদেশে চিকিৎসার অনুমতি মেলেনি।
বহুবছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তিনি মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।
গত ২৩ নভেম্বর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন। পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং পরে অবস্থাকে সংকটময় বলে জানায় বিএনপি। গত ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিচ্ছে মেডিকেল বোর্ড, যার নেতৃত্বে আছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার। বোর্ডে দেশি-বিদেশি চিকিৎসকরাও রয়েছেন।
এদিকে খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ার হাসপাতালের চারপাশে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার ভোররাত থেকে হাসপাতালের সামনে ব্যারিকেড বসানো হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের ছাড়া অন্য কাউকে ভিড় করতে দেওয়া হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী ও স্বজনদের নির্বিঘ্ন চলাচল এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭