ঢাকারবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


ডিসেম্বর ১৪, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সহসভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, কার্যকরী সদস্য সৈয়দ আল আক্কিল মোকাররম, অ্যাডভোকেট শাহ আশরাফ উদ্দিন দুলাল, মো. আল আমিন, আবুল কালাম আজাদ, সাংবাদিক ও লেখক মো. আমিনুল হক সাদী, সাংবাদিক মো. শাহিনুল ইসলাম শাহীন, সহযোগী সদস্য মো. নুরুজ্জামান, আজীবন সদস্য শিক্ষক মোহাম্মদ আলী, সাংবাদিক সদস্য মো. শফিক কবীর, এজে এম সালেহ বাবুল, শরীফুল আলম, মো. মনির হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা স্বাধীনতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বাংলাদেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে দেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের পরিকল্পিতভাবে হত্যা করে। শিক্ষক, চিকিৎসক, লেখক, সাংবাদিকসহ সমাজের আলোকিত মানুষদের নির্মমভাবে হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল।বক্তারা আরও বলেন, বুদ্ধিজীবীদের পাশাপাশি সেই সময়ে বহু সাংবাদিকও হত্যা ও নির্যাতনের শিকার হন।

স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চিরতরে স্তব্ধ করে দেওয়াই ছিল হানাদারদের অন্যতম লক্ষ্য। কিন্তু এসব নৃশংস হত্যাকাণ্ডও বাঙালি জাতির মুক্তির আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখতে পারেনি।আলোচনায় বক্তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশের বর্তমান ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের পাশাপাশি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।