আপন সরদার (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক শিলগাঁও যুব সংঘ। মঙ্গলবার (১৬ডিসেম্বর) বিকেল ৩ টায় ঢুলুগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাগতিক শিলগাঁও যুব সংঘ বনাম ময়মনসিংহের ভালুকা ইয়াং স্টার এর মধ্যকার ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে স্বাগতিক শিলগাঁও ১১৯ রান সংগ্রহ করে।
১২০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালুকা ইয়াং স্টার নির্ধারিত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান করতে সক্ষম হয়। ফলে স্বাগতিক শিলগাঁও যুব সংঘ ৫ রানে জয়ী হয়।পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে ২ টি মোটর সাইকেল তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত মেসার্স এ,বি, ফেব্রিক্স এর ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব মো.বিল্লাল হোসেন হাওলাদার।
ঢুলুগাও আলোর হাসি সংগঠন এর সভাপতি মো.জামাল হোসেন হাওলাদার এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো.আল আমিন শেখ,আলহাজ্ব বাদল হাওলাদার, শহিদুল ইসলাম রনি,ডালিম শেখ,লাভলু শেখ ইমন,মিনার হাওলাদার, রুহুল আমিন মাদবর সহ আরো অনেকে।সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনে সাধারণ সম্পাদক মো.শাহিন হাওলাদার, সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো.জনি শেখ, সঞ্চালনা করেন মোকশেদুর রহমান এমিল।উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর ঢুলুগাও আলোর হাসি সংগঠন এর উদ্যোগে সমগ্র বাংলাদেশ থেকে ১৬ টি দল এই টুর্নামেন্টে অংশ।

