নিজস্ব প্রতিবেদক: উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শিগগিরই লন্ডনে যাচ্ছেন। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিএনপির একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, তার বিদেশ যাত্রা নিশ্চিত করতে সরকারের সঙ্গে আনুষ্ঠানিকতার কিছু প্রক্রিয়া চলমান রয়েছে এবং আন্তর্জাতিক সমন্বয়ও সক্রিয় ভূমিকা রাখছে।
সফরসঙ্গীদের তালিকা
বিএনপি সূত্র মতে, খালেদা জিয়ার সঙ্গে মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন, যাদের অধিকাংশই চিকিৎসক ও ব্যক্তিগত সহকারী। তারা হলেন—
- সায়েদা শামীলা রহমান (কোকোর স্ত্রী)
- ডা. এ জেড এম জাহিদ হোসেন
- মো. আনামুল হক চৌধুরী
- ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী
- ডা. শাহাবুদ্দীন তালুকদার
- ডা. নুরুদ্দীন আহমদ
- ডা. জাফর ইকবাল
- ডা. মোহাম্মদ আল মামুন
এ ছাড়া আরও থাকবেন—
হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।
এয়ার অ্যাম্বুলেন্স ও আন্তর্জাতিক সহায়তা
খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে। ঢাকার কাতার দূতাবাস সূত্র জানিয়েছে, যাত্রার তারিখ ও সময় নির্ধারিত হলেই এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠানো হবে। কাতারের পক্ষ থেকে খালেদা জিয়ার চিকিৎসা-সংক্রান্ত লজিস্টিক সহায়তাও নিশ্চিত করা হচ্ছে।
চীনের বিশেষজ্ঞ মেডিকেল টিম
চীনের ছয় সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তার সর্বশেষ শারীরিক অবস্থা মূল্যায়ন করছে।
প্রাথমিক চার সদস্যের দল হাসপাতাল পরিদর্শন করলেও পরে আরও দুজন বিশেষজ্ঞ যোগ হওয়ায় দলটি বড় হয়।
ডা. Cai Jianfang-এর নেতৃত্বে থাকা এই টিম খালেদা জিয়ার অবস্থার বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা তৈরি করছেন। আন্তর্জাতিক পর্যায়ের চিকিৎসা সমন্বয় অব্যাহত থাকবে বলেও বিএনপি সূত্র জানিয়েছে।
হাসপাতালে ভর্তি ও শারীরিক অবস্থা
গত রোববার রাতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসার প্রধান দায়িত্বে রয়েছেন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।
চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও জটিলতা এখনও পুরোপুরি কাটেনি।
দীর্ঘদিনের স্বাস্থ্য জটিলতা
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে—
- হৃদরোগ
- ডায়াবেটিস
- আর্থ্রাইটিস
- লিভার সিরোসিস
- কিডনির জটিলতা
- শ্বাসকষ্টজনিত সমস্যা
—ইত্যাদি বহুবিধ দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন।
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তার শ্বাসকষ্ট বেড়ে গেলে ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং তার সঙ্গে পূর্ববর্তী জটিলতাগুলোর মাত্রাও বেড়েছে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামত ও উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানা গেছে।

