ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

লক্ষ্মীপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মোশতাকুর রহমান ও সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল নির্বাচিত


ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি:    লক্ষ্মীপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে আ.হ.ম মোশতাকুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে সাঈদুল ইসলাম পাবেল নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার গাজী গিয়াস উদ্দিন নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আ.হ.ম মোশতাকুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসাইন আহমেদ হেলাল পেয়েছেন ৩৪ ভোট এবং মো. কামাল হোসেন পেয়েছেন ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে সাঈদুল ইসলাম পাবেল ৩৬ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্বাছ হোসেন পেয়েছেন ৩৩ ভোট এবং সাইফুল ইসলাম স্বপন পেয়েছেন ২০ ভোট।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি পদে মো. জহির উদ্দিন ও এম তৌহিদুল রহমান রেজা সমভোট (২৯ ভোট) পেয়ে ড্র করেছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মীর ফরহাদ হোসেন সুমন ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। কোষাধ্যক্ষ পদে সোহেল রানা ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান টিপু (৫৪ ভোট), ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক পদে মো. আরিফ হোসেন (৬১ ভোট), দপ্তর সম্পাদক পদে রবিউল ইসলাম খান (৬০ ভোট), প্রচার সম্পাদক পদে নাজিম উদ্দিন রানা (৬৮ ভোট)। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাজীব হোসেন রাজু (৫৬ ভোট) এবং মো. আফজাল হোসেন সবুজ (৪৭ ভোট)।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের সাধারণ সদস্যরা। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের অধিকার রক্ষা ও প্রেসক্লাবের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।