

ফজলে হাসান (রাবি) প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালরের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষের এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা বিনোদপুরের একটি মেস থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান।নিহত শিক্ষার্থীর নাম লামিসা নওরিন পুষ্পিতা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাবার নাম মুহাম্মদ কুদরৎ উল্লাহ বিপ্লব। তার বাসা ঝিনাইদহ।তার বিষয়ে সে বিভাগের ১ম বর্ষের এক শিক্ষার্থী প্রতিদিনের বাংলাকে জানান,ওর বাসা ঝিনাইদহ । সবার সাথে মিশতো না তেমন, কিন্তু বাইরে হাসিখুশি ছিল। বেশিরভাগ সময় ডিপ্রেশনে থাকতো । আমাদের সবার সাথে তেমন মিশতো না তো ।সেজন্য তাঁর সাথে আমার তেমন কথা হতো না। যতটুক শুনেছি ওর বাবা নাকি পুলিশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমি বাইরে আছি। কিন্তু আত্মহত্যার খবর পেয়েছি। মতিহার থানার ওসি আমাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।’মতিহার থনার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ‘আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। আমরা তার পরিবারকে জানিয়েছি। তার অভিভাবক আসার পর আমরা এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নিব।’
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭