

রংপুর প্রতিনিধি: রংপুরের শীতের আগমনী বার্তায় গঙ্গাচড়ার নোহালী কচুয়া সর্দারপাড়া গ্রামের কৃষকরা আগাম আলু তোলায় ব্যাস্ত সময় পার করছে।পূর্ব দিগন্তে সূর্যের আলো ফুঁটতেই শুরু হয় আলু ক্ষেতজুড়ে সবুজের বুক চিরে তোলা হচ্ছে নতুন আলু। ভোক্তা পর্যায়ে আগাম নতুন আলুর আগ্রহ ও চাহিদা বাড়ায় কৃষকদের মুখেও একটু স্বস্তির হাসি ফুঁটেছে।
গত মৌসুমে আলুর দরপতনে বড় ধাক্কা খেয়েছিলেন স্থানীয় কৃষকেরা। তাই ক্ষতি কাটিয়ে উঠতে চলতি মৌসুমে আগাম জাতের বীজ ব্যবহার করে ঝুঁকি নিয়েছিলেন অনেকেই। আশ্বিন মাসের শুরুতে বৃষ্টি থাকলেও উঁচু জমির কারণে উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। ফলে এবার আগাম আলুর ভালো ফলনের ইঙ্গিত মিলছে মাঠেই।
নোহালী ইউনিয়নের কচুয়া সদ্দারপাড়া গ্রামের কৃষক জাহিদুল ইসলাম , তিনি ৬ বিঘা জমিতে আগাম চাষ করেছেন। ৬৫ দিনের মাথায় আলু তুলছি। বাজারে দাম ৪৫ থেকে ৫০ টাকা কেজি—এটা আমাদের জন্য আশার আলো । “এই দামে বিক্রি করতে পারলে আগের লোকসানের বড় অংশই পুষিয়ে যাবে।”
আরেক কৃষক আজকার আলী জানান, পাইকাররা মাঠে দাম কম দিচ্ছে বলে তিনি কয়েকজন কৃষক মিলে ট্রাক ভাড়া করে ঢাকার বাজারে আলু পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। “ঢাকায় সরাসরি বিক্রি করলে অন্তত প্রতি কেজিতে ১০ -১৫ টাকা বেশি পাওয়া যায়,” বলেন তিনি।
সরেজমিনে দেখা গেছে, আলু তুলতে নারীদের অংশগ্রহণ বেশি। শ্রমিক রেহেনা বেগম জানান, নতুন আলু উঠলেই কাজের সুযোগ বাড়ে। “এ সময়টায় আয়ও ভালো হয়,” বলেন তিনি।
এদিকে স্থানীয় ব্যবসায়ী সাইদুল হক জানান, আগাম আলুর সরবরাহ এখনো খুব বেশি নয়, তাই দাম তুলনামূলক বেশি। “বাজারে নতুন আলুর চাহিদা যে কী রকম, তা শুধু ক্রেতাদের ভিড় দেখলেই বোঝা যায়,” বলেন তিনি।
গঙ্গাচড়া উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে আলু চাষের লক্ষ মাত্রা ধরা হয়েছ ৫২৭০ হেক্টর । আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে—এমন আশা তাদের। তারা বলেন, “বাজারদর যদি স্থায়ী থাকে, কৃষকেরা এবার পুনরায় ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন।”
কৃষকেরা জানান, আলু তোলার পর ওই জমিতে আবারও নমলা আলুসহ ভুট্টা, কুমড়া, মিষ্টি কাঁচা মরিচসহ নানা রবি ফসল চাষ করা হবে, যা আলুর জমির জৈব উপাদানের কারণে কম খরচেই ফলন দেবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭