স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে—এ তথ্য জানিয়েছেন তার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, এ বিষয়ে কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ তিনিই রক্ষা করছেন।
ড. এনামুল জানান, মেডিকেল বোর্ড যখন বিমানযাত্রার অনুমতি দেবে, তখনই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে এসে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাবে। কাতার কর্তৃপক্ষ পুরো প্রক্রিয়ার দায়িত্ব নিয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছে।
এয়ার অ্যাম্বুলেন্সের উৎস সম্পর্কে তিনি বলেন, জার্মানি থেকে অত্যাধুনিক একটি বিমান আনা হচ্ছে—তবে এটি বিএনপির নয়, কাতার কর্তৃপক্ষই এর ব্যবস্থা করছে। সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা যাত্রা পুরোপুরি তাদের তত্ত্বাবধানে হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া এখনো উড়োজাহাজে ভ্রমণের উপযুক্ত অবস্থায় পৌঁছাননি, তাই লন্ডন যাত্রা কিছুটা বিলম্বিত হচ্ছে। গত দুই দিনে বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছে এবং প্রতিবেদন পর্যালোচনা করছে। প্রতিদিনই মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করছে।
২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ টিম তার চিকিৎসা করছে। বোর্ডের সদস্য তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান সম্প্রতি লন্ডন থেকে ঢাকায় এসেছেন, শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে।

