

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহি ইউনিয়নের চান্দের বাজারে লিজকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা ও সেখানে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় পারভেজ ঢালীর বিরুদ্ধে।রবিবার (৭ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট জমিতে ঘর নির্মাণের জন্য কয়েকটি খুঁটি পুতে রাখা হয়েছে।
ভুক্তভোগী মজিবুর রহমান ঢালীর ছেলে তানজিল হাসান জানান, তার বাবা ও চাচা ওহিদ ঢালী দীর্ঘদিন ধরে জমিটি লিজ নিয়ে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। বর্তমানে দু’জনই প্রবাসে অবস্থান করছেন। সম্প্রতি পাশের জমির মালিক পারভেজ ঢালী ওই লিজকৃত জমিতে জোর করে দোকানঘর নির্মাণ শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।ঘটনার পর তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেয়।
অভিযুক্ত পারভেজ ঢালী দাবি করেন, “পিছনের জমি আমি ওই এলাকার বাবুল ঢালীর থেকে ক্রয় করেছি এবং এই লিজকৃত জমির লিজি আমার কাছে স্ট্যাম্প করে দিয়েছেন। তাই আমি এখানে নির্মাণ কাজ শুরু করি।” তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে, তাই কাজ স্থগিত রাখা হয়েছে।স্থানীয় বাবুল ঢালী বলেন, “আমি পারভেজ ঢালীর কাছে কিছু জমি বিক্রি করেছি। পাশাপাশি আমার মায়ের নামে লিজ নেওয়া একটি জমি আছে, সেটিও তার কাছে স্ট্যাম্প করে দিয়েছি।”
টঙ্গীবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলী বলেন, “কাগজপত্র যাচাই না করে সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে কোনো ফৌজদারি অপরাধ সংঘটিত না হওয়ায় প্রাথমিকভাবে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।”এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মো. সাইফুল ইসলাম জানান, “আমি ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি এবং পুতে রাখা খুঁটিগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭