

স্টাফ রিপোর্টার: ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ পালিয়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে আসে বলে জানিয়েছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার।
তিনি বলেন, সিংহটি এখনো চিড়িয়াখানার ভেতরেই ঘুরছে এবং তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। অবশ করার অস্ত্র প্রস্তুত রয়েছে—সুযোগ পেলে সিংহটিকে অবশ করে ধরা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।
ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার জন্য চিড়িয়াখানা খালি করে দেওয়া হয়েছে। কীভাবে সিংহটি বাইরে এল—জানতে চাইলে পরিচালক বলেন, ধারণা করা হচ্ছে খাঁচার দরজায় তালা লাগানো ছিল না, কারণ গ্রিল বা অন্য কোথাও কোনো ক্ষতি নেই।
তিনি আরও জানান, ঘটনার তদন্তে রাতেই একটি কমিটি গঠন করা হবে। বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় পাঁচটি সিংহ রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭