

ঢাকা, ১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবস ও আকিজ বাইসাইকেল -এর জন্মদিন উপলক্ষে ব্র্যান্ডটির উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ
“আকিজ বাইসাইকেল বিজয় র্যালি । বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করে আকিজ বাইসাইকেল– এর ব্যবহারকারী ও সাইক্লিস্টদের অংশগ্রহণে এই বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। আকিজ বাইসাইকেল কর্তৃপক্ষ জানায়, মহান বিজয় দিবস ও ব্রান্ডের জন্মদিনকে কেন্দ্র করে এই বিজয় র্যালির আয়োজনের মূল উদ্দেশ্য হলো স্বাধীনতার চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এবং জাতীয় গৌরবের সঙ্গে আকিজ বাইসাইকেলের অগ্রযাত্রাকে একসূত্রে তুলে ধরা। উন্নত প্রযুক্তি, আধুনিক নকশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে আকিজ বাইসাইকেল ২০২৩ সালে তাদের বাণিজ্যিক যাত্রা শুরু করে। অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের সাইকেল বাজারে একটি বিশ্বস্ত সুনামধন্য ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। মানসম্মত উৎপাদন, টেকসই পণ্য এবং গ্রাহককেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আকিজ বাইসাইকেল শিশু, তরুণ, প্রাপ্তবয়স্ক- সব শ্রেণির মানুষের জন্য নিরাপদ ও আরামদায়ক সাইকেল সরবরাহ করে আসছে। একই সঙ্গে পরিবেশবান্ধব যাতায়াত ও সু¯থ জীবনধারাকে উৎসাহিত করাও প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। উক্ত বিজয় র্যালিতে আকিজ বাইসাইকেল ব্যবহারকারী ও সাইক্লিস্টদের সাথে উপস্থিত ছিলেন শেখ শামিম উিিন, চেয়ারম্যান, আকিজ ভেঞ্চার গ্রুপ; সৈয়দ জয়নুল আবেদিন- প্রধান নির্বা হী কর্মকর্তা, আকিজ বাইসাইকেল, এছাড়াও প্রতিষ্ঠানের ঊধর্য়তন কর্মকর্তাবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭