স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন ও বগুড়ার সোনাতলা উপজেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ নীলকণ্ঠপুর ব্রীজটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। কয়েক মাস আগে ব্রিজটির মাঝের অংশ ধসে পড়ার পর স্থানীয়ভাবে অস্থায়ী মেরামত করা হলেও তা কোনো কাজে আসেনি। প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়ে ব্রিজটি পারাপার করছে।
স্থানীয়রা জানান, এ ব্রিজটি গোবিন্দগঞ্জ ও সোনাতলার হাজারো মানুষের প্রধান যোগাযোগ পথ। প্রতিদিন অটোরিকশা, ভটভটি, মোটরবাইক, বাস ও ট্রাকসহ নানা যানবাহন এ পথ দিয়ে চলাচল করে। কিন্তু মাঝের অংশ ভেঙে যাওয়ায় এখন একসাথে দুটি গাড়ি পার হওয়া সম্ভব নয়। ফলে যানজট, দুর্ঘটনা এবং ভয়াবহ ঝুঁকির মধ্যে দিয়ে চলতে হচ্ছে এলাকাবাসীকে।
পরিস্থিতি এতটাই নাজুক যে যেকোনো সময় ব্রিজটি সম্পূর্ণভাবে ধসে পড়তে পারে। সেই আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। ব্রিজটি ভেঙে পড়লে কৃষিপণ্য পরিবহন, শিক্ষা-চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের যোগাযোগ ব্যবস্থা গুরুতরভাবে বিঘ্নিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন,
“আমাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। দ্রুততম সময়ে ব্রিজটির স্থায়ী মেরামত বা পুনর্নির্মাণ জরুরি।”
এলাকাবাসী আশা করছে—
সরকার ও স্থানীয় প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে বড় কোনো দুর্ঘটনার আগে নীলকণ্ঠপুর ব্রীজটি পুনরায় সচল হয়।

