

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: "নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি"-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. নবাব আলী।মঙ্গলবার (৯ ডিসেম্বর ) উপজেলার হলরুমে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন নবাগত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা ও সফল জননী নারী হাবিবপুর গ্রামের মোসা. রেজিয়া'র পক্ষে সম্মাননা গ্রহন করেন তাঁর সুযোগ্য পুত্র উপজেলা প.প কর্মকর্তা আব্দুল মান্নান।এ ছাড়া অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নারী বড়খালী গ্রামের আ. মান্নানের স্ত্রী শাহানাজ বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কড়িয়াটা গ্রামের তমিজ উদ্দিনের কন্যা মোসা. নূরজাহান আক্তার, নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী হাদিরা গ্রামের ফজল মিয়ার কন্যা শাহানা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী চক সোনামদী গ্রামের মো. ইব্রাহীমের কন্যা কোহিনূর আক্তার নিজ নিজ পক্ষে সম্মাননা গ্রহন করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হারুনূর রশীদ, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা পারভীন প্রমূখ।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি,উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় সভায় উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭