নিজস্ব প্রতিনিধি: আজ ২ ডিসেম্বর,২০২৫ ইং তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে বাংলাদেশের সাবেক তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। বাদ জোহর কলেজ মসজিদে আয়োজিত এ মিলাদ মাহফিলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়াল।
উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডা: সাকি মো:জাকিউল আলম,অধ্যাপক ডা: আইনুল ইসলাম খান,অধ্যাপক ডা: রেহান উদ্দিন খান,অধ্যাপক ডা:মো:নূরুজ্জামান খসরু,সহ:অধ্যাপক ডা: মির্জা গোলাম সরোয়ার মুন,সহ:অধ্যাপক ডা:আব্দুর রহমান। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা:শেখ তাওহীদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ডা: ইমরান হোসেন, ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ শিহাব ও খোন্দকার সিফাত উল হকের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা এসময় উপস্থিত ছিলেন। পাশাপাশি সোহরাওয়ার্দী মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরাও এই মিলাদ মাহফিলে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং সর্বশেষে তবারক বিতরণের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।

