ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গোপালপুরে দোয়া মাহফিল


ডিসেম্বর ৫, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:  টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশের অবিসংবাদিত নেতা ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৫ ডিসেম্বর শুক্রবার সূতী ভি.এম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আগামী নির্বাচনে এই আসনের বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু।

দোয়ার আগে সংক্ষিপ্ত কথায় তিনি বলেন ” বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে। আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ থেকে জনগনকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। “উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম,সহ-সভাপতি আবু ঈশা মুনিম, মো. জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, সম্পাদক মো. চাঁন মিয়া,
উপজেলা যুবদলের আহবায়ক মো.সাইফুল ইসলাম তালুকদার লেলিন,সদস্য সচিব বদিউজ্জামান রানা,শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহমেদ,সম্পাদক মো. হিরা মিয়া প্রমূখ।

এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।