ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ শহরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি


ডিসেম্বর ১৬, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:   মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ শহরে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত র‍্যালিতে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, সদর উপজেলা আমীর মাওলানা কারী নজরুল ইসলাম এবং কিশোরগঞ্জ শহর আমীর মাওলানা আব্দুল হকের নেতৃত্বে বিজয় মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন স্লোগানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের প্রতীক। এই দিন আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা দেয়।র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।