

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামে এই প্রতিযোগিতির মাধ্যমে দেশ ও জাতি নিয়ে তরুণ প্রজন্মসহ সব বয়সী মানুষের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির নির্বাচনি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি জানান, বিএনপির উদ্যোগে আয়োজিত এই রিল মেকিং প্রতিযোগিতিতে মোট ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও জনকল্যাণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। নির্ধারিত বিষয়গুলোর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ক্রীড়া, যুব উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, সুশাসন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের মানুষ অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের নির্ধারিত বিষয়গুলোর যেকোনো একটির ওপর সর্বোচ্চ এক মিনিট দৈর্ঘ্যের একটি রিল ভিডিও তৈরি করতে হবে। এরপর সেই রিলটি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির (বিএনপি) অফিসিয়াল ফেসবুক পেইজে নির্ধারিত ইভেন্টের আওতায় পোস্ট করতে হবে।
সংবাদ সম্মেলনে ড. মাহদী আমিন বলেন, এই প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নির্বাচিত ১০ জন অংশগ্রহণকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন, যা তাদের জন্য একটি বিশেষ সম্মান ও অনুপ্রেরণার বিষয় হবে। তিনি আরও জানান, বিজয়ী নির্বাচন প্রক্রিয়ায় ৩০ শতাংশ জনমত এবং ৭০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়ন যুক্ত থাকবে, যাতে স্বচ্ছ ও গ্রহণযোগ্য ফলাফল নিশ্চিত করা যায়।
তিনি বলেন, আজ থেকেই প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে অংশগ্রহণকারীরা নিজেদের চিন্তা, স্বপ্ন ও প্রত্যাশা সৃজনশীল উপায়ে তুলে ধরতে পারবেন। তরুণ প্রজন্মের পাশাপাশি সব বয়সী মানুষের মতামত ও দৃষ্টিভঙ্গি জানার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ড. মাহদী আমিন আশা প্রকাশ করেন, ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শিরোনামের এই প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের একটি ইতিবাচক, মানবিক ও উন্নয়নমুখী রূপরেখা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়বে এবং তা দেশবাসীর মধ্যে নতুন করে আশার সঞ্চার করবে।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সাইমন পারভেজ, দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭