ঢাকাশুক্রবার , ১৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

‎বাহুবলে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে নতুন ওসি সাইফুল ইসলাম


ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

‎স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগ দিয়েছেন সাইফুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর তিনি চাঁদাবাজি, দালাল সিন্ডিকেট, তদবিরবাজি, দুর্নীতি ও চোরাচালান দমনে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে ‘অপারেশন ডেভিল হান্ট-২’ অভিযান আরও জোরদার করার পরিকল্পনার কথা জানান তিনি।
‎‎বুধবার দায়িত্ব গ্রহণ শেষে ওসি সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, থানাকে অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেন, “বাহুবল মডেল থানাকে আমি জনগণের নিরাপত্তা ও ন্যায়বিচারের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। যারা চাঁদাবাজি, তদবিরবাজি বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”ওসি সাইফুল ইসলাম আরও বলেন, মাদক, জুয়া, চোরাচালান, ইভটিজিং ও গ্রাম্য দাঙ্গা দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন, “আমি এখানে জনগণের সেবা করতে এসেছি। থানায় কোনো ধরনের প্রভাব বা অনৈতিক তদবির বরদাশত করা হবে না। কেউ এ ধরনের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”‎বাহুবল থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণের পর স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তাঁদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে থানার সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।