

টঙ্গীবাড়ী প্রতিনিধি: মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা ও মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন কে নিয়ে কটুক্তিকর মন্তব্য করায় বাউল শিল্পী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার আউটশাহি ইউনিয়নে এই পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অত্র ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম, স্থানীয় ধর্মপান মুসল্লীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি সুবচনী চৌরাস্তা থেকে শুরু সুবচনী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আউটশাহি-বালিগাও রোডে এসে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মতো বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শিল্পীর নিকট থেকে এমন বক্তব্য সমাজকে বিভ্রান্ত করে—এ কথা উল্লেখ করে তারা আরো বলেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭