ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫

ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে


ডিসেম্বর ১৮, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ভোরের খবর ডেস্ক:   আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৮ দলের বিশাল পরিসরের ফিফা ফুটবল বিশ্বকাপ। এই বৈশ্বিক ক্রীড়া আসরের উত্তাপ ও আগ্রহ ছড়িয়ে দিতে তার আগেই বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। আগামী ১৪ জানুয়ারি ট্রফিটি বাংলাদেশে পৌঁছাবে বলে জানানো হয়েছে। এ ঐতিহাসিক ট্রফি ট্যুরের পৃষ্ঠপোষক হিসেবে থাকছে বিশ্বখ্যাত পানীয় ব্র্যান্ড কোকা-কোলা।

এর আগে কাতার বিশ্বকাপের পূর্বেও ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশ সফর করেছিল। এছাড়া আরও আগে ২০১৩ ও ২০০২ সালেও বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আনা হয়েছিল, যা দেশের ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছিল। সেই ধারাবাহিকতায় আবারও ট্রফি দেখার সুযোগ পেয়ে রোমাঞ্চিত দেশের ক্রীড়াভক্তরা।

কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে এ প্রসঙ্গে বলেন, ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর ভক্তদের ফুটবলের আরও কাছে নিয়ে আসে এবং খেলাটির সঙ্গে তাদের আবেগের বন্ধনকে আরও দৃঢ় করে। তিনি আরও জানান, এই আয়োজনের অংশ হতে পেরে কোকা-কোলা গর্বিত। এবারের ট্রফি ট্যুর ভক্তদের জন্য ফুটবলের উত্তেজনা, আবেগ ও ঐতিহ্যকে খুব কাছ থেকে অনুভব করার একটি অনন্য সুযোগ তৈরি করবে।

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ক্রীড়া জগতের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ প্রতীক হিসেবে স্বীকৃত। তিনি উল্লেখ করেন, গত দুই দশক ধরে কোকা-কোলার সঙ্গে ফিফার অংশীদারিত্ব বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের কাছে ফুটবলের আনন্দ ও উদ্দীপনা পৌঁছে দিয়েছে। এবারের ট্রফি ট্যুরটি আরও বিশেষ, কারণ এটি কোকা-কোলার সঙ্গে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি উদযাপনের অংশ।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য ট্রফি দেখার সুযোগ আরও সহজ করতে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ নামের একটি বিশেষ প্রোমোশনাল ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনতে হবে। বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করে ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে প্রবেশ করে একটি কুইজে অংশ নিতে হবে। কুইজের সঠিক উত্তর প্রদানকারীদের মধ্য থেকে দ্রুততম অংশগ্রহণকারীরা ট্রফি দেখার টিকিট জয়ের সুযোগ পাবেন।

জানা গেছে, এই ক্যাম্পেইন চলবে আগামী ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এ সময় প্রতি ঘণ্টায় সঠিক ও দ্রুত উত্তরদাতারা টিকিট জিততে পারবেন। পাশাপাশি প্রতি ৯০ মিনিটে একবার করে ট্রফি দেখার টিকিট জয়ের সুযোগ থাকবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ফুটবলভক্তরা সরাসরি বিশ্বকাপের ঐতিহ্যবাহী ট্রফি দেখার সুযোগ পাবেন, যা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।