

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণাকে কেন্দ্র করে আগামী রোববার (৭ ডিসেম্বর) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ইসির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে আইন ও প্রচলিত রীতির আলোকে তপশিল ঘোষণার আগে ও পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হবে। পাশাপাশি গণভোট আয়োজন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি, মাঠপর্যায়ে যোগাযোগ জোরদার, মতবিনিময় ও সমন্বয়সংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় আসবে।
এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্র ব্যবস্থাপনা, ২৯ নভেম্বর অনুষ্ঠিত মক ভোটের অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ের সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
বৈঠকের অন্যান্য আলোচ্যসূচির মধ্যে রয়েছে—
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ অনুরোধ জানান।
তিনি বলেন, তপশিল ঘোষণার বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি সম্ভাব্য তারিখ প্রচার করেন, তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাবের ভিত্তিতে এবং এর দায়ভারও সংশ্লিষ্ট ব্যক্তির।
দেশের বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭