

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জে কৃষিজমির মাটি কেটে ইট তৈরির কাজে ব্যবহার, জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো এবং লাইসেন্স নবায়ন না করার অভিযোগে একটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার জালালপুর মৌজার বিশ্বরোড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা প্রত্যয় হাসেম। অভিযানে শিরিন ব্রিকস নামের ইটভাটাটির মালিক সানুর মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, ভাটাটিতে কৃষিজমির মাটি কেটে কাঁচামাল হিসেবে ব্যবহার, কৃষিজমির ভেতরে ইটভাটা স্থাপন, জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানো এবং ইট পোড়ানোর লাইসেন্স নবায়ন না করার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫, ৬ ও ৮(১) ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটর ইন্সপেক্টর হরিপদ দাস উপস্থিত ছিলেন। অভিযান শেষে সহকারী ভূমি কর্মকর্তা প্রত্যয় হাসেম বলেন, “কৃষিজমির মাটি কেটে ইটভাটা পরিচালনা পরিবেশ ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭