ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

নবীগঞ্জে অবৈধ মাটি কাটায়  এক ব্যাক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা


ডিসেম্বর ২১, ২০২৫ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

স্বপন রবি দাশ (হবিগঞ্জ) প্রতিনিধি:   হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে মোবাইল কোর্টে এক ব্যক্তিকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, দক্ষিণ উমরপুর মৌজার পুরানগাঁও গ্রামের (রাংগাহাটি, খাগাউড়া) আরব আলী মিয়া পুত্র আশিকুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭ক ধারায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

‎নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “কৃষিজমি দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তন পরিবেশ ও কৃষির জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অভিযানের সময় অবৈধভাবে কাটা মাটি জব্দ করা হয়। পরে রোববার (২১ ডিসেম্বর) মোবাইল কোর্ট বসিয়ে অভিযুক্তকে জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা  আদায় করা হয়েছে।

‎প্রত্যয় হাশেম আরও বলেন, “কৃষিজমি সুরক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।