ঢাকাশুক্রবার , ৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন পাঠ, মোনাজাত ও সাদাকায়ে জারিয়া আয়োজন


ডিসেম্বর ৫, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের সর্দার পাড়ার তালিমে জান্নাত হুফ্ফাজুল কোরান ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছাত্রীরা কোরান পাঠ ও মোনাজাত করেন। সাদাকায়ে জারিয়া উপলক্ষে ছাগল জবাই করা হয়।বহু ষড়যন্ত্র খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলো; কিন্তু দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

কুড়িগ্রামের নিজগ্রামের বাড়িতে মাদ্রাসার ছাত্রছাত্রী ও পারিবারিক সদস্যদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়, কোরআন পাঠ ও মোনাজাতে এসব কথা বলে রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠন নয়, দেশে ও দেশের বাহিরেও মানুষ গভীর উদ্বেগ ও সমবেদনা জানাচ্ছে। বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে তার নিজ নিজ অবস্থান থেকে দোয়া করার আহবান জানান তিনি।খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাদাকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরিব ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।