

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী গণমাধ্যমকে জানান, নির্বাচনী প্রচারণার সময় ওসমান হাদীর ওপর গুলিবর্ষণ করা হয়।
জানা গেছে, তার বাম কানের নিচে গুলি লেগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। এদিকে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি, তবে এখনো নিশ্চিত নই। আমাদের টিম ঘটনাস্থলে গেছে, নিশ্চিত তথ্য পেলে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ১৩ নভেম্বর তিনি হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন। তার দাবি—বিদেশি নম্বর থেকে ফোন ও মেসেজের মাধ্যমে তাকে বারবার হুমকি দেওয়া হচ্ছিল। সেদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, গত তিন ঘণ্টায় অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হয়েছে।
তিনি উল্লেখ করেন, তাকে নজরদারিতে রাখা হচ্ছে, তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি, পরিবারকে নির্যাতনের হুমকি—এমন নানা ভয়ভীতি দেখানো হয়েছে। আরও লেখেন, “১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ শোধ করতে যদি আমার বাড়ি-ঘরই না, আমাকেও পুড়িয়ে দেওয়া হয়, তবুও ইনসাফের লড়াই থেকে একচুল নড়ব না।”
ওসমান হাদী তার স্ট্যাটাসে আরও বলেন, “এক আবরারকে হত্যার পর যেমন হাজারো আবরার জন্মেছে, তেমনি একজন হাদীকে হত্যা করলেও এই মাটিতে আল্লাহ আরও অসংখ্য হাদী সৃষ্টি করবেন। স্বাধীনতার এই গর্জনকে রুদ্ধ করা যাবে না।”
তিনি আরও উল্লেখ করেন, লড়াইয়ের ময়দানে তিনি আল্লাহর কাছে শক্তি ও সাহস চান এবং শহীদের মৃত্যু কামনা করেন। শেষদিকে তিনি তার পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর হেফাজতে সোপর্দ করে লেখেন—“শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে। হাসবিয়াল্লাহ।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭