

স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রোববার (২৮ ডিসেম্বর) সকালে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।
দলীয় সূত্র জানায়, সকাল আনুমানিক ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে ঢাকা–১৭ আসনে তারেক রহমানের নির্বাচন অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেল।
এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া–৬ আসনের পাশাপাশি ঢাকা–১৭ আসন থেকেও প্রার্থী হবেন। একই সঙ্গে রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত হিসেবে ঢাকা–১৭ আসন ছেড়ে ভোলা–১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
বিএনপি সূত্রে আরও জানা গেছে, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা–১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। পরে দলের জ্যেষ্ঠ নেতাদের অনুরোধ ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে তাকে এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে সম্মত করা হয়। দল মনে করছে, রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে তারেক রহমানের প্রার্থী হওয়া নির্বাচনী রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করবে।
এ সিদ্ধান্তের কথা জানার পর তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে ঢাকা–১৭ আসন থেকে সরে দাঁড়িয়ে ভোলা–১ আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন আন্দালিব রহমান পার্থ। উল্লেখ্য, ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ভোলা–১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আন্দালিব রহমান পার্থ। তার বাবা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুও একই আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, যা ভোলা–১ আসনে তার পারিবারিক রাজনৈতিক ভিত্তিকে আরও দৃঢ় করে।
এদিকে এর আগেই বগুড়া–৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনটি আসন—বগুড়া–৭, ফেনী–১ ও দিনাজপুর–৩—থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। এসব মনোনয়ন ও প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭