ঢাকাসোমবার , ৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

ডিসেম্বরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এলো ৮৭ কোটি ডলার


ডিসেম্বর ৮, ২০২৫ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি:   চলতি ডিসেম্বরের প্রথম ৭ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট ৮৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দৈনিক গড়ে যা দাঁড়ায় প্রায় ১২ কোটি ৫১ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ৬১ কোটি ৬০ লাখ ডলার, ফলে বছরওয়ারি প্রবৃদ্ধি বেশ দৃশ্যমান।

তিনি জানান, শুধু ৭ ডিসেম্বর একদিনেই এসেছে ২৪ কোটি ৪০ লাখ ডলার—যা চলতি মাসের রেমিট্যান্স প্রবাহে বাড়তি গতি যোগ করেছে। চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে মোট ১ হাজার ৩৯১ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৪০ শতাংশ বেশি।

মাসভিত্তিক হিসেবে দেখা যায়, গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এর আগে অক্টোবর ও সেপ্টেম্বরে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্টে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

এ ছাড়া ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স—যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড। এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্থিতিশীলতা আনার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।