নিজস্ব প্রতিনিধি: চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন আয়োজন করা হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতির কারণে এ সম্মেলন আয়োজনের বিষয়টি আপাতত বিবেচনায় নেই অন্তর্বর্তী সরকারের। ফলে এক কথায় বলা যায়, ডিসি সম্মেলন নিয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা প্রস্তুতিই বর্তমানে নেই।
২০২৬ সালের ডিসি সম্মেলন আয়োজন প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে জানান, ডিসি সম্মেলনের বিষয়টি এখনো সরকারের পরিকল্পনায় অন্তর্ভুক্ত হয়নি। এ নিয়ে কোনো ধরনের প্রস্তুতিও শুরু করা হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে ডিসি সম্মেলন হওয়ার কোনো সম্ভাবনা নেই।
ড. শেখ আব্দুর রশীদ আরও বলেন, সরকারের প্রত্যাশা অনুযায়ী ফেব্রুয়ারি মাসেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। এরপর নতুন সরকারের অধীনে ডিসি সম্মেলন আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বর্তমান পরিস্থিতিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে জাতীয় নির্বাচন সফলভাবে সম্পন্ন করা।
ডিসি সম্মেলন আয়োজনের দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও একই ধরনের বক্তব্য দিয়েছেন। তারা জানান, সরকার বর্তমানে পুরোপুরি নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই ডিসি সম্মেলনের মতো বড় পরিসরের আয়োজন নিয়ে এখন ভাবার সুযোগ নেই।
সম্প্রতি দেশের ৫২টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন বিভাগীয় কমিশনারদের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব নতুন কর্মকর্তাদের নিয়ে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে একটি বিশেষ সভা আয়োজন করেন। ওই সভায় নির্বাচন পরিচালনা সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা ও নির্দেশনা প্রদান করা হয়েছে। কর্মকর্তারা জানান, ডিসি সম্মেলনে সাধারণত যেসব দিকনির্দেশনা দেওয়া হয়, সেগুলোই এই বিশেষ সভায় জানিয়ে দেওয়া হয়েছে।
সব মিলিয়ে, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকারের ব্যস্ততা ও প্রশাসনিক অগ্রাধিকার বিবেচনায় নিয়ে চলতি বছর এবং আসন্ন ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন আয়োজনের কোনো পরিকল্পনা নেই বলেই সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

