ঢাকাসোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে ১৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


ডিসেম্বর ১৫, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীবাড়ী প্রতিনিধি:  মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ রবিন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৪ ডিসেম্বর) রাত ৯ টায় উপজেলার আব্দুল্লাহপুর চৌরাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানার এসআই আব্দুর রহিম সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রবিনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত রবিন নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকার নুর মোহাম্মদ এর ছেলে। সে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল হক ডাবলু বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।