মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভ্রাম্যমান আদালতে সার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার কামারখাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৩৯ ধারায় ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।অভিযোগ অনুযায়ী, সংশ্লিষ্ট সার ব্যবসায়ী যথাযথভাবে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করেননি। পাশাপাশি সার বিক্রয়ের তথ্য, রশিদ বা মেমো সংরক্ষণ না রাখা এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।
অভিযান পরিচালনা করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।এ সময় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন টঙ্গীবাড়ি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমতিয়াজ জাহান খান।

