

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) থেকে দীর্ঘদিন ধরে লিজ নিয়ে ভোগদখল করা জমি ছেড়ে দিতে একটি প্রভাবশালী চক্রের হুমকির শিকার হচ্ছেন লিজগ্রহীতা মোশারফ হোসেন মোল্লা ও মো. সানাউল্লাহ। এ ঘটনায় ভুক্তভোগীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করেছেন।ভুক্তভোগীরা জানান, ২০১২ সাল থেকে বিআইডব্লিউটিএর লিজকৃত ওই জমিতে তারা নিয়মিত ভোগদখলে আছেন এবং ২০২৫–২৬ অর্থবছর পর্যন্ত লিজমানি পরিশোধ করা রয়েছে। তবুও একটি চক্র বিভিন্ন কৌশলে তাদের ওপর চাপ সৃষ্টি করছে জমি খালি করে দেওয়ার জন্য।
মোশারফ হোসেন মোল্লা বলেন, “আমি, জুলহাস চেয়ারম্যান ও সানাউল্লাহ—আমাদের তিনজনের নামে জমিটি লিজ নেওয়া। নিয়মিত লিজের টাকা জমা দিচ্ছি। তারপরও একটি পক্ষ আমাদের ওপর চাপ দিচ্ছে জমি ছেড়ে দিতে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।”মো. সানাউল্লাহ বলেন, “আমরা যে জমিতে আছি সেটি বিআইডব্লিউটিএ থেকে বৈধভাবে লিজ নেওয়া। হুমকির কারণে সব কথা বলতে পারি না। নানা রকম চাপ দেওয়া হচ্ছে জমি ছাড়ার জন্য। আমরা ভয়ে আছি, অসহায় বোধ করছি।”
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭