ঢাকাশুক্রবার , ১২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়ীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া


ডিসেম্বর ১২, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন এবং ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহার পক্ষ থেকে এই দোয়া অনুষ্ঠিত হয়।

টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার বিকেল ৪ টায় বালিগাও ইউনিয়ন পরিষদের মাঠে এ দোয়া অনুষ্ঠিত হয়। টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন এর সভাপতিত্বে ও সহ সভাপতি আকতার হোসেন মোল্লা’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ঢালী মোহাম্মদ ওয়াহিদ,জহিরুল ইসলাম মুরাদ, পাপিয়া ইসলাম।

আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহিরুল ইসলাম লেলিন, সলেমান মাদবর, ওলিউল্লাহ খান, জাহাঙ্গীর মাদবর, মামুন মোল্লা,দেওয়ান মনিরুজ্জামান মনির, মহিলা দল নেত্রী বিউটি আক্তার, রাজিয়া সুলতানা সুমি,কাকলি আক্তার, শিউলি আক্তার,জেসমিন সুইটি সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র নেত্রীবৃন্দ।

বক্তারা অসুস্থ নেতৃবৃন্দের দ্রুত শারীরিক সুস্থতা কামনা করেন এবং দেশবাসীর ঐক্য, স্থিতিশীলতা ও শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন। দোয়া পরিচালনা করেন বালিগাও কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মাওলানা আলমগীর হোসেইন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।