

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় প্রশাসনের অনুমতি ছাড়াই বালু দিয়ে ফসলি জমি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ উঠেছে স্থানীয় পারভেজ ঢালীর বিরুদ্ধে। এ কাজে প্রভাবশালী সুমন ঢালী জড়িত বলে অভিযোগ স্থানীয়দের।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সরেজমিনে টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই নতুন কবরস্থান সড়কসংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, একটি পুকুরে বালু ফেলে ভরাটের কাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পুকুরটি আগে ফসলি জমি ভেকু মেশিন দিয়ে কেটে তৈরি করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই পারভেজ সুমন ঢালীর সহযোগিতায় বালু দিয়ে পুকুরটি ভরাট করে জমির শ্রেণি পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। সরকারি বিধি অনুযায়ী প্রশাসনের অনুমতি ছাড়া জমি ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ। এভাবে একের পর এক ফসলি জমি ভরাট হলে কৃষিজমি কমে যাবে এবং ভবিষ্যতে খাদ্য ঘাটতির ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
এ বিষয়ে পারভেজ ঢালী বলেন, ‘আমি পুরো পুকুর ভরাট করছি না, কিছু অংশ ভরাট করছি।’ তবে স্থানীয়দের দাবি, পুকুরটি পুরোপুরি ভরাট করার পরিকল্পনা রয়েছে। তাঁরা এ বিষয়ে প্রশাসনের নজরদারি জোরদারের দাবি জানান।এ বিষয়ে আউটশাহী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবু সালেহ বলেন, ‘জমির শ্রেণি পরিবর্তনের জন্য কোনো অনুমতি দেওয়া হয়নি। কেউ অনুমতি ছাড়া অবৈধভাবে জমি ভরাট করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭