ঢাকাসোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

টঙ্গীবাড়িতে রোপণকৃত জমির ফসল নষ্ট করে দখল চেষ্টার অভিযোগ


ডিসেম্বর ২৯, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:   মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে রোপণকৃত জমির ফসল নষ্ট করে দখল চেষ্টার অভিযোগ উঠেছে সামছু আকন গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বিদগাও গ্রামে প্রায় ১০ একর আবাদি জমিতে রোপণ করা ফসল ট্রাক্টর দিয়ে নষ্ট করে জমি দখলের চেষ্টা করা হয়। এসময় সজ্জিত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদগাঁও মৌজায় রোপণ করা ফসল ট্রাক্টর দিয়ে উপরে ফেলা হয়েছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কৃষকরা।

ভুক্তভোগী বিল্লাল, মিলন, আব্বাস, জাকিরসহ আরও কয়েকজন অভিযোগ করে বলেন—
“সরকারি খাস জমিতে আমরা টাকা খরচ করে ফসল চাষ করেছি। কিন্তু আমাদের সেই ফসল নষ্ট করে দেওয়া হলো কেন? আমরা তো গরিব মানুষ। বাড়ির পাশেই সরকারি খালি জমি ছিল, তাই যা সঞ্চয় ছিল তা খরচ করে ফসল রোপণ করেছি। এখন এই ক্ষতির টাকা আমরা কোথায় পাব? কার কাছে যাব?”এব্যাপারে ভুক্তভোগী ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল হাই বলেন, “আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন সামছু আকন গং। চাঁদা না দেওয়ায় অস্ত্র শস্ত্র নিয়ে এসে রোপণকৃত জমিতে ট্রাক্টর চালিয়ে ফসল নষ্ট করা হয়েছে। খুব শিগগিরই থানায় লিখিত অভিযোগ দায়ের করবো। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই।”অভিযোগ অস্বীকার করে সামছু আকনের ভাগিনা মামুন বলেন, “আমাদের নিজস্ব জমিতে আমরা চাষাবাদের উদ্দেশ্যে ট্রাক্টর দিয়ে কাজ করছি।”

হাসাইল বানারী ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল কাদির বলেন, “পুরাতন রেকর্ড অনুযায়ী জমিতে আকন গংয়ের নাম রয়েছে। তবে নদী ভাঙনের পর বর্তমানে জমিটি খাস খতিয়ানে চলে গেছে।”এ বিষয়ে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান বলেন,“আমার জানা মতে বিদগাও মৌজার সকল জমি খাস। এখানে কিছু জমিতে স্থানীয়রা ফসল আবাদ করেছিল। কিন্তু পরবর্তীতে জোরজবরদস্তি করে জাজিরার কিছু লোক অস্ত্রের প্রদর্শন ও বড় ট্রাক্টর দিয়ে ফসল নষ্ট করে জমি দখলের চেষ্টা করেছে।”

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।