সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার তামাবিল হাইওয়ে সড়কের ফেরিঘাট ব্রিজের উত্তর পাশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) আনুমানিক দুপুর ২টা ৫০ মিনিটে জৈন্তাপুরগামী ব্যাটারি চালিত একটি অটোরিকশা ও সিলেটগামী একটি ট্রাক (সিলেট মেট্রো-ট-১১-০২৭৬) এর মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে অটোরিকশার যাত্রী মদিনা মার্কেট এলাকার অন্যন্যা দে (২১), সুরুখেল এলাকার চম্পা রাণী (৩৮) ও মো. কাউছার (২৭) গুরুতর আহত হন। একই দুর্ঘটনায় চম্পা রানীর কন্যা শিশু গঙ্গা রাণী (০৪) ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুরুতর আহত হন।আহতদের প্রাথমিক চিকিৎসা জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয় এবং গুরুতর অবস্থায় গঙ্গা রাণী ও অপর একজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার তৎপরতা চালায়। বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান।

