ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানাল ইসি


ডিসেম্বর ২, ২০২৫ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:   নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।মঙ্গলবার (২ ডিসেম্বর) কয়েকটি গণমাধ্যমকে তিনি এ সম্ভাব্য সময়সূচির ইঙ্গিত দেন।

জাতীয় নির্বাচন ও গণভোট কবে অনুষ্ঠিত হতে পারে—এ প্রশ্নের উত্তরে ইসি আনোয়ারুল বলেন, “ফেব্রুয়ারির সেকেন্ড উইক।” তাঁর মতে, ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন ও গণভোট আয়োজন করা সম্ভব। এ সময়ের এক-দুদিন আগে বা পরে হলেও সমস্যা নেই। অর্থাৎ ওই সপ্তাহের মধ্যবর্তী যেকোনো দিনই সম্ভাব্য।

এদিকে তফসিল ঘোষণা ও ভোটের নির্দিষ্ট তারিখ নিয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ধারণা করা হচ্ছে—দু-তিন দিন ব্যবধান রেখে অথবা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হতে পারে।

ভোটগ্রহণের সময় বাড়ানো নিয়েও ভাবছে কমিশন। আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে, তাই কেন্দ্রে গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভোটগ্রহণের সময়ও বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।বর্তমানে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এটি বাড়িয়ে সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত করার চিন্তা করা হচ্ছে বলে তিনি জানান।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।