

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত করার আবেদন করে দায়ের করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৮ ডিসেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন, অর্থাৎ আদালতের মতে রিটটি শুনানযোগ্য হওয়ার মতো পর্যাপ্ত ভিত্তি স্থাপন করা যায়নি।
রিটটি দায়ের করেছিলেন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, গত বুধবার (৩ ডিসেম্বর)। আবেদনে তিনি উল্লেখ করেন যে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) যথাক্রমে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া আইনসঙ্গত কি না—এ বিষয়ে আদালতের ব্যাখ্যা চেয়ে রুল জারির আবেদন করা হয়।
রিট আবেদনে আরও বলা হয়, রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি, কার্যক্রম ও প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত রাখার নির্দেশনা দেওয়া জরুরি। আবেদনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়।
তবে আদালত রিটের প্রাথমিক শুনানি শেষে মনে করেন যে আবেদনটির ভিত্তি গ্রহণযোগ্যতার পর্যায়ে পৌঁছায়নি এবং এর ফলে রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করা হয়। এর ফলে নির্বাচন কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের অন্যান্য কার্যক্রম চালিয়ে যেতে কোনো আইনি বাধা রইল না।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭