ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

চলতি সপ্তাহেই তপশিল ঘোষণা: ইসি সানাউল্লাহ


ডিসেম্বর ৭, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন থেকেই আচরণবিধি প্রতিপালনে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট সংখ্যা আরও বাড়ানো হবে।

তফসিল ঘোষণার পর পোস্টার অপসারণে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে, সময়মতো না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, এবার নির্বাচন কমিশন ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়েছে—ভোটগ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টা থেকে এবং চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এ ছাড়া সোমবার (৮ ডিসেম্বর) থেকে প্রবাসী ভোটারদের জন্য ব্যালট ছাপানো শুরু হবে। ভোটের দিন সাধারণ ছুটি থাকবে, তবে ব্যাংক ও পোস্ট অফিস ইসির প্রয়োজন অনুযায়ী খোলা থাকবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।