

মোঃ পলাশ শেখ (সিরাজগঞ্জ) জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনার চরে গোপনে ঘোড়া জবাই করে ঢাকা নিয়ে যাওয়ার সময় উপজেলা প্রশাসন দুইজনকে আটক করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে কাজিপুর সদরের ২ নম্বর স্পারবাঁধ এলাকা থেকে সাতটি জবাই করা ঘোড়ার মাংসসহ তাদের ধাওয়া করে ধরা হয়।আটকরা হলেন,জাইদুল ইসলাম (পিতা: মোয়াজ্জেম হোসেন, বাগবাড়ি, গাবতলী, বগুড়া),মো. তারেক মিয়া (পিতা: মৃত আবু, পেয়ারাবাগান, কোনাবাড়ি, গাজীপুর)
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, মোবাইল কোর্টে জাইদুল ইসলামকে ১৫ হাজার ও ট্রাক চালক মো. তারেক মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান এবং কাজিপুর থানার এসআই মাহমুদ হাসান।ধ্বংস করা হয়েছে আটককৃত সব মাংস।প্রশাসন সতর্ক করে বলেছেন, যেকোনো ধরনের অবৈধ পশু জবাই ও পরিবহন কঠোরভাবে বন্ধ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭