ঢাকামঙ্গলবার , ৩০ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির শোক ও দোয়া


ডিসেম্বর ৩০, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে পৌর শহরের পশ্চিম চারমাথায় বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। কালো ব্যাচ ধারণ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত, দোয়া ও শোক সভার আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু,পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর লেলিন,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহিদুর ইসলাম রানক, সাবেক যুগ্ন আহবায়ক মোকাদ্দেম হোসেন সজল, তরিকুল ইসলাম চঞ্চল, পৌর যুবদলের সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন গোলাপ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন প্রমুখ।

এদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে উপজেলা বিএনপি। এ কর্মসূচি উপলক্ষে ৭ দিন উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। দলীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও কালো পতাকা উত্তোলন করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।