ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫

গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ডিসেম্বর ২৬, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:   গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুলমতি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফুলমতি ওই এলাকার ফয়েজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলমতির সঙ্গে তার স্বামী ফয়েজ উদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত এবং একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে ঘরের ভেতরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত মরদেহটি নিচে নামান। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফুলমতির পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের জের ধরে ফুলমতির স্বামী ফয়েজ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তবে স্বামীর উপর অভিমান করে ফুলমতি ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে বলে শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন সম্পর্কে জানা যাবে৷

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।