

স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ জরুরি সভা ডাকা হয়েছে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরিপ্রেক্ষিতে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তারেক রহমানের গাড়ি গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে।
এর আগে তিনি গুলশান অ্যাভিনিউয়ে তার নিজ বাসা থেকে কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। তারেক রহমান পৌঁছানোর আগে দলটির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা সভায় উপস্থিত হতে শুরু করেন। বিএনপির এই গুরুত্বপূর্ণ সভায় দলের শোক ও আগামী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।
তবে সভার পেছনে মূল কারণ হলো বেগম খালেদা জিয়ার মৃত্যু। তিনি মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে ভারতের জলপাইগুড়িতে (তৎকালীন ব্রিটিশ ভারতের বৃহত্তর দিনাজপুর) জন্মগ্রহণ করেন। তার পিতা একজন ব্যবসায়ী ছিলেন। পরে তিনি বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক ঘটনার সঙ্গে জড়িত হন।
স্বাধীনতা যুদ্ধের সময় বেগম খালেদা জিয়া বন্দি জীবন যাপন করেন। দুই সন্তানের মা হিসেবে তিনি ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হন। স্বামী জিয়াউর রহমানকে হারানোর পর অল্পবয়সেই বিধবা হয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। যদিও তার প্রাথমিক রাজনৈতিক অভিজ্ঞতা কম ছিল, তবুও তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং দলের কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি দেশে রাজনৈতিক প্রভাব বিস্তার করেন।
রাজনীতিতে তার সাফল্য এবং নেতৃত্বদান ক্ষমতা তাকে বাংলাদেশের সমসাময়িক ইতিহাসে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তার নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে দেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং তিনি নিজেও একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে একটি বড় শূন্যতা তৈরি করেছে, যা আগামী দিনে দলের এবং দেশের রাজনীতিতে প্রভাব ফেলবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭